Software Hat

সফটওয়্যার হাট এ পাবেন কম্পিউটার এর অনেক কাজের ও দরকারী সফটওয়্যার। পাবেন অনলাইনে ইনকামের কিছু টুকিটাকি ধারনা। আর আপনাদের জন্য এন্ড্রয়েড মোবাইলের অসংখ্য গেমস ও মজার মজার দরকারী এপ্স থাকবে।

Search Bar

Responsive Ads Here

Wednesday, February 18, 2015

হঠাৎ দেখা তোমার সনে...


নিজের ভেতর একলা আছি
থাকবো একা পড়ে।
নিজের আছে একখানা মাঠ
সান বাধানো পুকুরঘাট
একটি নদী একটি সুমুদ্দুর,
একটি বিশাল আকাশ আমার-
সোনায় মোড়া সবটুকু  রদ্দুর।
আমার আছে শীতের শিশির
বনের ভিতর-
ছোট্ট একটি নদী
ছোট্ট একটি ঘর
শ্যামতরুতে ঢাকা
সেই ঘরেতে একলা একা থাকি
হঠাৎ করেই তোমার সনে 
সেই বনেতে
 নদীর পাড়ে দেখা
কেমন করে সখা!

তারপর এই এতটা বছর......

No comments:

Post a Comment