Software Hat

সফটওয়্যার হাট এ পাবেন কম্পিউটার এর অনেক কাজের ও দরকারী সফটওয়্যার। পাবেন অনলাইনে ইনকামের কিছু টুকিটাকি ধারনা। আর আপনাদের জন্য এন্ড্রয়েড মোবাইলের অসংখ্য গেমস ও মজার মজার দরকারী এপ্স থাকবে।

Search Bar

Responsive Ads Here

Sunday, February 1, 2015

যে কথা ভুলতে নেই

যে কথা ভুলতে নেই
--------------------- মনজুর ইমাম ।


এই যে তুমি
এই যে আমি
এই যে ধুলি ধুসরিত দিগন্ত বালুরাশি --
মাঠঘাট প্রান্তর
সাগরের তেপান্তর
এই আকাশ জোড়া তারকা রাশি রাশি ।।
#
সৃষ্টির এই বিশালতা মাঝে
খুজে দেখো তুমি সকাল-সাঁঝে ;
বিধাতার কি অদ্ভুত খেয়াল আর কুশলতা --
একবারও কি ভেবেছ তুমি
ভেবেছি কি একবারও আমি
প্রভাত হতে গভীর রাত - সৃষ্টির কি চপলতা !!
#
ভুলে তো যাও নি তুমি
আগামীর বুননে আমি ;
এসো ফিরে দেখি আর খুঁজি নিজেকেই --
ভুলেছি যে কথা তাঁর
যার আছে মহিমা অপার ;
দোষ কি দেবে না কভু তুমি তোমাকেই ??
#
==========================( এম আই )
২৬ - জানুয়ারি ; ২০১৫ খ্রিস্টাব্দ
১৩ - মাঘ ; ১৪২১ ; বাংলা ; সোমবার

লেখকের ফেসবুক আইডি

No comments:

Post a Comment